Kichu Chaibona Acordes

por LRB
11.851 vistas, añadido a favoritos 47 veces
Dificultad: principiante
Afinación: E A D G B E
Cejilla: sin cejilla
Autor: os.shimul [pro] 21. Última edición el 5 may 2020

Acordes

F
C
Dm
G

Rasgueo

Aún no existe un patrón de rasgueo para esta canción. Crear y obtén +5 IQ
F            C
তুমি ভালোবেসো, আমার ভালোবাসা
F         C
যখন কখনো আমি থাকবো না
F           C
দুঃখ নাহয় তুমি পেলে সীমাহীন
F        C
তবুও তুমি ভালোবেসো আমায়
                 Dm
জীবনের সেই প্রান্তে দাঁড়িয়ে
G           C
কান্না পেলে আর লুকাবো না
                  Dm
হারিয়ে যাবার সেই হাহাকারে
G              C
নতুন করে আর কিছু চাইবো না
 
F         C
স্বপ্নেরা থাকবে চোখেরই পাতায়
F         C
হৃদয়ে থাকবে বিষাদের ছায়া
F         C
সবকিছু ভুলে আমাকেই ভেবে
F          C
খুঁজে নিও তুমি সেই ভালোবাসা
                 Dm
জীবনের সেই প্রান্তে দাঁড়িয়ে
G             C
কান্না পেলে আর লুকাবো না
                  Dm
হারিয়ে যাবার সেই হাহাকারে
G              C
নতুন করে আর কিছু চাইবো না
 
F            C
হয়তো আমি আর ফিরে আসবো না
F          C
স্বপ্নেরা থাকবে চির না দেখা
F         C
একাকী সময় কেটে যাবে কষ্টে
F            C
তবুও তো কখনো ছিল ভালোবাসা
                 Dm
জীবনের সেই প্রান্তে দাঁড়িয়ে
G           C
কান্না পেলে আর লুকাবো না
                  Dm
হারিয়ে যাবার সেই হাহাকারে
G              C
নতুন করে আর কিছু চাইবো না
 
F            C
তুমি ভালোবেসো, আমার ভালোবাসা
F         C
যখন কখনো আমি থাকবো না
F           C
দুঃখ নাহয় তুমি পেলে সীমাহীন
F       C
তবুও তুমি ভালোবেসো আমায়
                 Dm
জীবনের সেই প্রান্তে দাঁড়িয়ে
G           C
কান্না পেলে আর লুকাবো না
                  Dm
হারিয়ে যাবার সেই হাহাকারে
G              C
নতুন করে আর কিছু চাইবো না
X
Ayudando a UG haces un mundo mejor... y ganas CI
Crear corrección
Valora esta tablatura
 
×
Kichu Chaibona – LRB
How to play
"Kichu Chaibona"
Fuente
Transposición