Odhora Acordes

por Vibe
32.371 vistas, añadido a favoritos 188 veces
Dificultad: principiante
Afinación: E A D G B E
Tonalidad: D
Cejilla: sin cejilla
Autor: potherpachali21212 [pro] 46. Última edición el 31 ago 2020

Acordes

D
A
G
Bm

Rasgueo

Editar
¿Es correcto este patrón de rasgueo?
1
&
2
&
3
&
D         A         G
আমি সর্বস্বান্ত  বড় ক্লান্ত   আমার পথের
A            D
তবুও নেই কোন  শেষ,
D         A
এ পথ ঘুরে    ও পথে
G       A    D
আমার অস্তি ত্বের   ছদ্মবেশ
D         A         G
আমি সর্বস্বান্ত  বড় ক্লান্ত   আমার পথের
A            D
তবুও নেই কোন  শেষ,
D         A
এ পথ ঘুরে    ও পথে
G       A    D
আমার অস্তি ত্বের   ছদ্মবেশ
Bm     A           G       D
বয়ে চলা  নদীর মতো ই   আমার   আবেশ
D         A              D
খুঁজি তোমায়   সেই ক্ষীণ আলোর  মাঝে
D       A        G
রংধনু  বাঁকে ঘেরা এক  সাঁঝে
A
আমার প্রার্থনা,
Bm    A
অধরা   সেই সুখের
G      D
অন্বেষ   ণে
D          A
আমি দিশেহারা এক পথিক,
G      A            D
পথহারিয়ে  যেন পথ খুঁজে  পাই,
D         A
সৃষ্টির প্রশান্তি  কেন
G         A      D
হাতছানি দিয়ে ডাকে    আমায়
Bm         A         G      D
বিস্তৃত নীলনদ আর দিগন্তের  রক্তিম   আভা
D       A         G
এলোমেলো দিনের শেষে কি পেলাম
A      D
বসে তাই   ভাবা
Bm         A         G      D
পাহাড়   গড়িয়ে নেমে    আসা  নীড়ের মতো
D         A              D
খুঁজি তোমায়  সেই ক্ষীণ আলোর  মাঝে
D       A        G
রংধনু  বাঁকে ঘেরা এক  সাঁঝে
A
আমার প্রার্থনা,
Bm         A     G      D
বর্ণীল স্বপ্নের আকাশ   আজ  যেন
D     A     D
মেঘে ঢাকা অপেক্ষার রোদে,
Bm         A     G      D
ক্ষণিকের ভেঙ্গে পড়া শেষে আবার
D     A     D
ছুটি সেই স্বপ্নের খোঁজে।
D         A              D
খুঁজি তোমায়   সেই ক্ষীণ আলোর  মাঝে
D       A        G
রংধনু  বাঁকে ঘেরা এক  সাঁঝে
A
আমার প্রার্থনা,……
D         A              D
খুঁজি তোমায়   সেই ক্ষীণ আলোর  মাঝে
D       A        G
রংধনু  বাঁকে ঘেরা এক  সাঁঝে
A          D
আমার প্রার্থনা, অধরা সেই সুখের
 
অন্বেষণে
X
Ayudando a UG haces un mundo mejor... y ganas CI
Crear corrección
Valora esta tablatura
 
×
Odhora – Vibe
How to play
"Odhora"
Fuente
Transposición
2 comentarios
sazid97.rex
ভাই অধরা সেই সুখের অন্বেষণে এই part এবং কিছু part এ D না হয়ে G এর পরে Gm হবে একটু খেয়াল কইরেন
+1