Bicchinno Abeg Acordes

por Warfaze
15.848 vistas, añadido a favoritos 87 veces
Dificultad: intermedio
Cejilla: sin cejilla
Autor: moazzemmottakin [a] 1727. Última edición el 5 feb 2022

Acordes

C
Em
Am
F
G
E
E-

Rasgueo

Aún no existe un patrón de rasgueo para esta canción. Crear y obtén +5 IQ
Warfaze-বিচ্ছিন্ন আবগে
 
C         Em       Am
একদিন আমি হেটে চলছি পথে একা
 
C   Em             Am
হঠাৎ হোঁচট খেয়ে থমকে  দেখি
C     Em    Am
চারিদিকে আঁধার আঁধার আর আঁধার
F        G
আঁধার আর অজ্ঞতা
 
C          E         Am
কোনদিন আমি গাইবো সেই  গান
F      G          C       E
যে গানে থাকবেনা মলিন অহংকার 
C          E         Am
কোনদিন আমি গাইবো সেই গান
F      G              C     E
যে গানে থাকবে শুধু জোৎস্নার স্বচ্ছতা 
C    Em        Am
আলোয় আলোয় ভরা চারিদিকে
C   Em          Am
তবুও কেন ঘরে এত আঁধার
C      Em    Am
শুনি তবু শুনি না বুঝি তবু বুঝি না
F        G
গানের মত গান নেই কেন তাই
 
C          E         Am
কোনদিন আমি গাইবো সেই  গান
F      G            C     E
যে গানে থাকবে মহাশূন্যের উদারতা
C          E        Am
কোনদিন আমি গাইবো সেই গান
F      G           C      E
যে গানে থাকবে সাগরে গাঙচিলের ডাক
 
C   Em         Am
বন্দী আমি নিজেরই স্তব্ধতায়
C   Em           Am
কণ্ঠে আমার নেই কোন সুর
C  Em      Am
বন্ধ জানালার পাশে বসে আছি
F    G
ফুলের সুবাস পাই
C     E             Am
আলোর দরজা খুলেও কেন খুলিনা
F        G        Am
বারবার শুধু ছিটকে পড়ি অশ্লীল কারাগারে
F         G
কি যেন কি পাবার
C - E- Am
মোহে..............
X
Ayudando a UG haces un mundo mejor... y ganas CI
Crear corrección
Valora esta tablatura
 
×
Bicchinno Abeg – Warfaze
How to play
"Bicchinno Abeg"
Fuente
Transposición
Comentarios