Niye Gele নিয়ে গেলে Acordes
por Popeye (Bangladesh)406 vistas, añadido a favoritos 7 veces
Dificultad: | principiante |
---|---|
Afinación: | E A D G B E |
Tonalidad: | F#m |
Cejilla: | sin cejilla |
Acordes
Rasgueo
Aún no existe un patrón de rasgueo para esta canción. Crear y obtén +5 IQ
[Verse 1]
F#m E
কেদেছি কত গোপনে, জাননি তুমি
F#m E
ডেকেছি তোমায় এই মনে শোননি তুমি
F#m E
কত রাতে জেগে ভেবেছি তোমার কথা
F#m E
জানতে যদি ছাড়া তোমায় কতটা একা
D A E
জেনেছ শুধু, যা ভেবেছ মেনে নিয়েছ, যা চেয়েছ
D A E
একবারও না, কখনো না, ভালবাসি তুমি বুঝেছ।
[Chorus]
F#m E
নিয়ে গেলে সব কিছু শুধু ফেলে নিজেকে
F#m E
আজও স্মৃতিরা তোমার আমায় ঘিরে রাখে
F#m E
নিয়ে গেলে সবকিছু শুধু রেখে নিজেকে
F#m E
আজও তোমার ছবি আমার চোখে ভাসে
[Verse 2]
F#m E
বদলে গেছি, গেছি ভুলে এই আমায় ভাবো।
F#m E
এসে তবে দেখ যদি কখনো পারো
F#m E
তোমার ছিলাম, তোমার আছি, তোমারই রবো
F#m E
কি যে ছিলে তুমি আমার বুঝলে না আদৌ।
D A E
বুঝেছ শুধু যা দেখেছ,মেনে নিয়েছ যা চেয়েছ।
D A E
একবারও না, কখনো না, ভালবাসি তুমি বুঝেছ।
[Chrous]
F#m E
নিয়ে গেলে সব কিছু শুধু রেখে নিজেকে
F#m E
আজও স্মৃতিরা তোমার আমায় ঘিরে রাখে
F#m E
নিয়ে গেলে সবকিছুই, নিলেনা নিজেকে
F#m E
আজও তোমার ছবি আমার চোখে ভাসে ভাসে।
[Bridge]
A E
সে দুটি চোখ তোমার, আমি ভুলতে পারিনিতো
F#m D
শুধু তুমিই একা ছিলে এ মনের মত
A F#m D
আমার হৃদয় জুড়ে যেন তোমারই মায়া
A F#m D
হয়তো তুমি নেই সাথে, তবু হয়ে আছো ছায়া
A F#m D
আমার হৃদয় জুড়ে যেন তোমারই মায়া
A F#m D
হয়তো তুমি নেই সাথে, তবু হয়ে আছো ছায়া
D A E
তবু জেনেছ, যা ভেবেছ মনে রেখেছ, যা চেয়েছ
D A E
একবারও না, কখনো না ভালবাসি তুমি বুঝেছ
[Outro]
F#m E
নিয়ে গেলে সব কিছু নিলে না নিজেকে
F#m E
আজও স্মৃতিরা তোমার আমায় ঘিরে রাখে
F#m E
নিয়ে গেলে সব কিছু নিলে না নিজেকে
F#m E
আজও তোমার ছবি আমার চোখে ভাসে
E
নিয়ে গেলেএএ
X
×
Niye Gele নিয়ে গেলে – Popeye (Bangladesh)
How to play
"Niye Gele নিয়ে গেলে"
Fuente
Transposición
Comentarios
Tablaturas relacionadas