Chokher Jal Kimba Pani চোখের জল কিংবা পানি Acordes
por Anjan Dutt289 vistas, añadido a favoritos 2 veces
Dificultad: | principiante |
---|---|
Afinación: | E A D G B E |
Tonalidad: | D |
Cejilla: | sin cejilla |
Autor: lifeinhellsay [a] 555. Última edición el 6 mar 2024
Acordes
Rasgueo
Editar¿Es correcto este patrón de rasgueo?
1
2
3
4
Chords by : D.D.Sayan
Song : Chokher Jal Kimba Pani (চোখের জল কিংবা পানি)
Vocal, Lyrics, Tune : Anjan Dutta
Album : Asamoy
Publisher : Sa Re Ga Ma
URL : https://youtu.be/tVsjXLwxLVE?si=OmRu04AqLCY2vKuR
[Instrumental]
D Bm Em A
D Bm Em A
[Intro]
D Bm Em
বেইলী রোডের ধারে, আমি দেখেছি তোমায়
A D
রাতের অন্ধকারে, আমি দেখেছি তোমায়
D Bm Em
আমার বউ বাজারে,আমি দেখেছি তোমায়
A D
দু’দিকের কাঁটা তারে আমি দেখেছি তোমায়
[Instrumental]
D Bm Em A
D Bm Em A
[Verse 1]
D A
এখানে তুমি হাসি মল্লিক,ওখানে হাসিনা
C D
এখানে তোমার দাম পঞ্চাশ, ওখানে কত জানিনা
D A
নিয়ন আলোয় ঝলসে যাওয়া দুটো শহরের রাত
C D
বেঁচে থাকার জন্য কেনা বেচার দুটো হাত
[Bridge 1]
D Bm Em
ডলারের হার কমলে, তাদের দর বদলায়
A D
চোখের জল কিংবা পানি, সেতো নোনতাই থেকে যায়।
D Bm Em
ডলারের হার কমলে, তাদের দর বদলায়
A D
চোখের জল কিংবা পানি, সেতো নোনতাই থেকে যায়।
[Instrumental]
D Bm Em A
D Bm Em A
[Verse 2]
D A
কারো খদ্দের টয়োটা চড়ে, কারোর মারুতি জেন
C D
কারো চোখে দিশি নেশা, কারোর ফরেন
D A
তবু চাহিদা সেতো একটাই, একটুখানি সুখ
C D
তাই একই ভাবে লাঞ্ছিত হয় দুটি দেশের মুখ
[Bridge 2]
D Bm Em
তবু আবার সকাল আসে, ওরা স্নান করে যায়
A D
দুজনেই মনে মনে, বাংলায় গান গায়।
D Bm Em
ডলারের হার কমলে, তাদের দর বদলায়
A D
চোখের জল কিংবা পানি, সেতো নোনতাই থেকে যায়।
[Instrumental]
D Bm Em A
D Bm Em A
[Verse 3]
D A
এখানে ঘোলাটে গঙ্গার জল, ওখানে ইছামতি
C D
নোংরা নষ্ট, হাজার কষ্ট তবু বয়ে চলে ঠিকই
D A
চেপে রাখা ক্ষত,যত যত হাহাকার
C D
বিশ্বের কাছে দেনার দায়ে লাঞ্ছিত বারবার
[Bridge]
D Bm Em
তবু আবার রঙ চাপিয়ে,দাঁড়াতেই হয়
A D
বেঁচে থাকার জন্য, বিশ্বের রাস্তায়।
[Outro]
D Bm Em
ডলারের হার কমলে, তাদের দর বদলায়
A D
চোখের জল কিংবা পানি, সেতো নোনতাই থেকে যায়।
X
×
Chokher Jal Kimba Pani চোখের জল কিংবা পানি – Anjan Dutt
How to play
"Chokher Jal Kimba Pani চো…"
Fuente
Transposición
Comentarios