Keno Dishehara Acústica Acordes

por Minar Rahman
367 vistas, añadido a favoritos 1 vez
This is the first version on the internet.¿Te ha sido útil esta información?
Dificultad: intermedio
Afinación: E A D G B E
Tonalidad: F#
Cejilla: sin cejilla
Autor: sudiptamajumdar98 [a] 298. Última edición el 25 abr 2021

Acordes

F#
B
A#m
C#
G#m
D#m

Rasgueo

Editar
¿Es correcto este patrón de rasgueo?
1
2
3
4
5
6
7
8
[Chorus]
 
F#               B
তোমার চোখে আঁকা স্বপ্নগুলো,
A#m           C#
আমায় ডাকে একাকী।
F#             B
তোমায় ঘিরে লেখা গল্পগুলোয়,
A#m          C#
হঠাৎ ওড়ে জোনাকি।
G#m            A#m
আমার আকাশেতে মেঘেরা ভাসে,
B        F#
হাসে ঝুম বরষায়।
G#m          A#m        B
দূরের তারাগুলো থমকে থাকে পাহারায়।
F#             B
তোমার ঠোঁটের ঐ মিষ্টি হাসি,
A#m        C#
কোথায় বলো হারিয়ে।
F#              B
আমার মনটা মিছে বাজায় বাঁশি,
A#m           C#
ভুল সে মায়ায় জড়িয়ে।
G#m         A#m
বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে
B           F#
অভিমানী রাজপথে,
G#m             A#m        B
চোখের কোণে জল লুকিয়ে থাকে আড়ালে..
 
[Verse]
 
F#       A#m         G#m
কেন দুটো পথ বেঁকে কেন দু' দিকে
B
জানিনা
F#       A#m        G#m
কেন দুটো মন অজানাতে হারালো
B        F#
জানি না, জানিনা।
 
[Bridge]
 
B
কোথায় আছো আজ,
F#
কেমন আছো হায়,
D#m      A#m
কেন দিশেহারা ?
B
আমি পথের মাঝে একা
F#           C#
থমকে দেখি আকাশটা।
B           F#
সবই শূন্য হয় আবার পূর্ণ হয়
D#m       A#m
হয়ে পাগলপারা।
B
তুমি তোমার মতো করে
F#          C#
বদলে দিলে শহরটা।
 
[Instrumental]
 
B F# D#m A#m
B F# C#
 
[Chorus]
 
F#              B
আমার চোখে আঁকা স্বপ্নগুলো
A#m              C#
জানি তোমায় ডাকে নীরবে।
F#             B
আমায় ঘিরে সব প্রশ্নগুলো
A#m           C#
জানি মলিন হয়ে হারাবে।
G#m             A#m
তোমার আকাশে কি মেঘেরা ভাসে ?
B         F#
কাঁদে ঝুম বরষায়।
G#m          A#m          B
দূরের তাঁরাগুলো থমকে আজও পাহারায়..
 
[Verse]
 
F#       A#m         G#m
কেন দুটো পথ বেঁকে কেন দু' দিকে
B
জানিনা
F#       A#m        G#m
কেন দুটো মন অজানাতে হারালো
B        F#
জানি না, জানিনা।
 
[Bridge]
 
B
কোথায় আছো আজ,
F#
কেমন আছো হায়,
D#m      A#m
কেন দিশেহারা ?
B
আমি পথের মাঝে একা
F#           C#
থমকে দেখি আকাশটা।
B           F#
সবই শূন্য হয় আবার পূর্ণ হয়
D#m       A#m
হয়ে পাগলপারা।
B
তুমি তোমার মতো করে
F#          C#
বদলে দিলে শহরটা।
 
youtube link - https://youtu.be/GEnVvB51Lqw
X
Ayudando a UG haces un mundo mejor... y ganas CI
Crear corrección
Valora esta tablatura
3 votos más para mostrar la valoración
×
Keno Dishehara – Minar Rahman
How to play
"Keno Dishehara"
Fuente
Transposición
Comentarios